বিএসইসির কমিশনার হলেন মোঃ সাইফুদ্দিন সিএফএ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর জন্য আরও একজন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। তিনি হচ্ছেন    আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুদ্দিন, সিএফএ। আগামী ৪ বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মোঃ সাইফুদ্দিনকে কমিশনার নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোঃ সাইফুদ্দিন সিএফএ-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা-৫(২) মোতাবেক তাঁর যোগদানের তারিখ হতে পরবর্তী ৪ বছর মেয়াদে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার পদে নিয়োগ প্রদান করা হলো। তাঁর বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

মোঃ সাইফুদ্দিন দেশের অন্যতম শীর্ষ ব্রোকার। তিনি ২০০৯ সাল থেকে আইডিএলসি ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোঃ সাইফুদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন।  তিনি একজন চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট। তিনি সিএফএ সোসাইটি বাংলাদেশ এর একজন সদস্য। তিনি ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.