ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী নয়ই সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে।

মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম উদ্দিন এ তফসিল ঘোষণা করেন।

নয়ই সেপ্টেম্বর সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ অগাস্ট।

মনোনয়নপত্র বিতরণ করা হবে ১২ থেকে ১৮ অগাস্ট সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সবশেষ সময় ১৯ অগাস্ট। ২৫ অগাস্ট দুপুর একটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২১শে অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট। নয়ই সেপ্টেম্বর ভোট গ্রহণের পরপরই ভোট গণনা করে ফলাফল প্রকাশ করা হবে।

এবার হলের বাইরে ছয়টি কেন্দ্রে প্রথমবারের মত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন। সর্বশেষ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে ২০১৯ সালে ডাকসু নির্বাচন হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ গঠনতন্ত্র অনুযায়ী ১৩টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো-সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, পাঠকক্ষ সম্পাদক, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক, সমাজসেবা সম্পাদক, সদস্যদের ৪টি পদ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.