দেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন ও মানসম্মত জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদনে বাধা সৃষ্টি হচ্ছে, যার ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা সক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের নেতারা।
সোমবার (২৮ জুলাই) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক ফোকাস গ্রুপ আলোচনায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।
‘বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক এই আলোচনা সভায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, “জ্বালানি সরবরাহের ঘাটতিতে উৎপাদন ব্যাহত হচ্ছে, যা আমাদের রপ্তানি খাতকে দুর্বল করে দিচ্ছে।”
তিনি শিল্প-কারখানায় নিয়মিত এনার্জি অডিট বাস্তবায়নের পরামর্শ দেন এবং গবেষণায় শিক্ষা খাতকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
সভায় সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান জ্বালানি দক্ষতা নিয়ে কোনো সুস্পষ্ট নীতিমালা না থাকার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “প্রযুক্তিগত উৎকর্ষ এবং সংজ্ঞাগত বিভ্রান্তি দূর করতে হবে।”
জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. ওয়াহিদ হোসেন বলেন, “সরকারি সেবা সম্পর্কে অনেক বেসরকারি প্রতিষ্ঠান জানেই না, যা একটি বড় সমস্যা।”
এছাড়া সভায় নবায়নযোগ্য জ্বালানি যন্ত্রপাতি আমদানিতে শুল্ক হ্রাস, এলএনজি নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসে বিনিয়োগ, গ্যাস সরবরাহ ঘাটতির সমাধানসহ নানা প্রস্তাব উঠে আসে।
অর্থসূচক/ এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.