দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নেতৃবৃন্দ। শহরের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন তোরণ, পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন সড়ক।
এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে ৯ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
এরই অংশ হিসেবে সোমবার (২৮ জুলাই) রাতেই এনসিপির কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলে এসে পৌঁছেছেন। পরে রাত সাড়ে ১০টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একইসঙ্গে পিন্ডি ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি ছিলেন ৬৯-এর গণঅভ্যুত্থানের কারিগর। ভাসানী যে মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এনসিপি সেই উদ্দেশেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মওলানা ভাসানীর পথ অনুসরণ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই।
এ ছাড়াও মঙ্গলবার সারজিস আলম মূখ্য সংগঠক( উত্তরাঞ্চল),হাসনাত আব্দুল্লাহ মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল),সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সিনিয়র সদস্য সচিব সারোয়ার নিভা, ডাক্তার তাজনুভা জাবিন জাবিন, টাঙ্গাইলে আসবেন।
উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী বলেন, ‘জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় বিপ্লবী টাঙ্গাইলের মাটি আবারও গর্জে উঠবে। পদযাত্রায় প্রায় ২০ থেকে ২৫ হাজার লোকজনের সমাগম হবে বলে আশা করছি। পদযাত্রাটি সকাল সাড়ে ১০ টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে শুরু হবে। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালামোড়ের কেন্দ্রীয় শহিদ মিনারে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবে।’
তিনি আরও বলেন, ‘টাঙ্গাইলের নিরালা মোড় শুধুই একটি মোড় নয়, এটি ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের উত্তপ্ত মুহূর্তের জ্বলন্ত স্বাক্ষী। একসময় এই মোড়ে ছড়িয়ে ছিলো জনগণের স্লোগান, প্রতিরোধের গর্জন এবং জাগ্রত স্বাধীনতার চিন্তার ঝলক। সেই ঐতিহাসিক মাটি আবারও স্পর্শ করবে এনসিপি’র পদযাত্রায়। রচিত হবে এক নতুন সময়ের ইতিহাস।’



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.