লালমনিরহাট রেল স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি বগি উল্টে গেছে। এতে লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে শহরের বিডিআর গেট হয়ে পুরান বাজার, কুড়িগ্রামের ফুলবাড়ি, ভূরুঙ্গামারীর মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (২৮ জুলাই) শহরের বিডিআর গেট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৬৬ লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে ঢুকছিল। এ সময় বিডিআর গেট রেলক্রসিংয়ে অপর একটি রেল লাইনে লালমনি এক্সপ্রেস ট্রেনে ঘোরানো হচ্ছিল। সেই মুহূর্তে লোকাল ট্রেনটি সজোরে ধাক্কা দেয় লালমনি এক্সপ্রেসকে। এতে ওই এক্সপ্রেসের দুটি বগি উল্টে যায়। এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। উদ্ধারের কাজ চলমান রয়েছে।
রেলওয়ে ডিএমই (লোকো) সাজেদুর হাসান নির্ঝর বলেন, দুর্ঘটনার কারণ আমরা তদন্ত করে জানাবো। আপাতত যেহেতু বন্ধ রয়েছে রাস্তা সেহেতু জনদুর্ভোগ নিরসনে আমরা কাজ করছি। দুটি কোচ ও একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম জানান, ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তদন্তে মূল কারণ জানা যাবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.