গাজায় কৌশলগত যুদ্ধবিরতি, প্রথম দিনেই পৌঁছেছে ১২০ ত্রাণবাহী ট্রাক

ইসরাইল জানিয়েছে, গাজা কৌশলগত আংশিক যুদ্ধেবিরতির প্রথম দিনেই গাজা উপত্যকায় ১২০টিরও বেশি ত্রাণবাহী ট্রাক পৌঁছেছে।
এই ত্রাণ জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থার মাধ্যমে সরবরাহ করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) থেকে ইসরাইল গাজার কিছু এলাকায় ‘কৌশলগত সামরিক বিরতি’ ঘোষণা করে, যাতে মানবিক সহায়তা নিরাপদে বিতরণ সম্ভব হয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, এই উদ্যোগের অংশ হিসেবে ইসরাইল ত্রাণের জন্য নিরাপদ করিডোর খোলার প্রতিশ্রুতি দেয় এবং সহায়তা সংস্থাগুলোকে সরবরাহ জোরদারের আহ্বান জানায়।

ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয় তত্ত্বাবধানকারী সংস্থা ‘কোগ্যাট’ (Coordinator of Government Activities in the Territories) সোমবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়— রোববার জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো ১২০টিরও বেশি ত্রাণবাহী ট্রাক সংগ্রহ ও বিতরণ করেছে।

ইসরাইল বলছে, এ বিরতির উদ্দেশ্য গাজায় ক্ষুধার্ত ও বিপন্ন জনগণের কাছে দ্রুত খাদ্য ও ওষুধ পৌঁছানো। যদিও যুদ্ধ এখনো পুরোপুরি বন্ধ হয়নি, তবুও এই কৌশলগত বিরতিকে গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই গাজায় প্রয়োজনীয় খাদ্য, পানি ও চিকিৎসাসামগ্রী পৌঁছাতে বাধা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল।
নতুন এই ব্যবস্থাকে তারা কিছুটা হলেও স্বস্তির জায়গা বলছে।

অর্থসূচক/ এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.