ভোট উপলক্ষে বন্দরের কনটেইনার পরিবহন বন্ধ

চট্টগ্রাম বন্দর থেকে ও বন্দরের দিকে কনটেইনার পরিবহন সোমবার সকাল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে। প্রাইম মুভার ট্রেইলার চালকদের সংগঠন নির্বাচন উপলক্ষে এই পরিবহন কার্যক্রম বন্ধ রেখেছে।

চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাট বেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, সোমবার (২৮ জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্দর, আইসিডি ও বিভিন্ন রুটে সব ধরনের ট্রেইলার চলাচল বন্ধ থাকবে।

নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম পোর্ট রিপাবলিক ক্লাবে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ২৫ সদস্যের নির্বাহী কমিটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৭ জন প্রার্থী। মোট ভোটার ১০,৪৫২ জন, যাদের বেশিরভাগই প্রাইম মুভার চালক।

বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব মো. রুহুল আমিন সিকদার সংবাদ মাধ্যমকে বলেন, সকাল থেকে কোনো প্রাইম মুভার বন্দর ও আইসিডির মধ্যে কনটেইনার পরিবহন করেনি।

সাধারণ দিনে বন্দর ও আইসিডির মধ্যে গড়ে ৫ থেকে ৬ হাজার টিইইউ (বিষ ফুট সমতুল্য) কনটেইনার পরিবহন হয়ে থাকে এবং আজকের বন্ধে সরবরাহ চেইনে সাময়িক বিশৃঙ্খলা দেখা দিতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে কয়েকটি আইসিডি অপারেটর সম্পূর্ণ দিনের জন্য পরিবহন বন্ধ রাখার বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে, শ্রমিকরা ভোট দিয়ে আবার কাজে ফিরে আসতে পারতেন।

ইউনিয়নের নির্বাচন কমিটির চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান জাহিদ সংবাদ মাধ্যমকে বলেন, “অনেক আইসিডি ভোটকেন্দ্র থেকে দূরে, তাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।”

তবে তিনি জানান, দুপুর ২টার পর থেকেই ধীরে ধীরে কিছু চালক কাজ শুরু করতে পারেন, এবং এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন।

অর্থসূচক/ এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.