রাজনৈতিক দলগুলোর অব্যাহত সহযোগিতা থাকলে আগামী দুই- তিন দিনের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত জায়গায় যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২০তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের পরে এ কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, আমরা চাই এগুলো নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলো যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল করতে। রাজনৈতিক দলগুলোর অব্যাহত সহযোগিতা থাকলে আগামী দুই – তিন দিনে সনদের একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি। বিশটি বিষয়ের মধ্যে ১২ টি বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, তার কারণ হচ্ছে সকলেই যে যার জায়গায় ছাড় দিচ্ছে না। কমিশনের অবস্থানটা হচ্ছে এগুলোর গুরুত্ব বিবেচনা করে আমরা যেন এক জায়গায় আসতে পারি। এগুলো আমাদেরকে কোনো না কোনোভাবে নিষ্পত্তি করতে হবে।
উদাহরণস্বরূপ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে ভবিষ্যতে যাতে আর ভয়াবহ পরিস্থিতির মধ্যে আরেকবার না যাওয়া যায় সেভাবে উপস্থাপন করা হবে। সে কারণেই পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন করা হচ্ছে। সেগুলো আপনাদের মতামতের প্রতিফলন ঘটিয়েই করা হচ্ছে। তারপরে আবারো ফ্লোর থেকে এগুলা সংশোধন হচ্ছে। সেই প্রক্রিয়াটা অব্যাহত রেখেই আগামী দুই – তিন দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.