যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। কয়েক দিনের মধ্যেই এটি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার।
রোববার (২৭ জুলাই) ওয়াশিংটনের প্রভাবশালী থিংক ট্যাংক অ্যাটলান্টিক কাউন্সিল আয়োজিত এক আলোচনায় দার বলেন, “আমি মনে করি আমরা চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের প্রতিনিধি দল ওয়াশিংটনে অবস্থান করছে, ভার্চুয়াল বৈঠক চলছে এবং প্রধানমন্ত্রী একটি কমিটিকে নির্দেশ দিয়েছেন বিষয়টি এখন চূড়ান্ত করতে।”
তিনি আরও বলেন, “এটা মাস নয়, সপ্তাহও নয়—আমি বলবো এটি মাত্র কয়েক দিনের বিষয়।”
ওয়াশিংটন বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি পুনর্বিন্যাসের চেষ্টা করছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহু দেশকে ‘অন্যায্য বাণিজ্যচর্চা’র অভিযোগে শুল্ক আরোপের হুমকি দেন। যদিও অনেক অর্থনীতিবিদ তার দাবিকে বিতর্কিত বলে মনে করেন।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং ইশহাক দারের বৈঠকের পর, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, উভয় পক্ষই বাণিজ্য সম্প্রসারণ এবং জরুরি খনিজসম্পদ ও খনিশিল্পে সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছে।
তবে চুক্তি স্বাক্ষরের নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেনি দুটি পক্ষের কেউই।
পাকিস্তানের বিবৃতিতে ইশহাক দার আরও বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ট্রাম্প ও রুবিওর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।”
তবে মার্কিন বিবৃতিতে ভারতের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক হামলায় ২৬ জন নিহত হয়। ওই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। ৭ মে ভারত পাকিস্তানে হামলা চালায় এবং পাল্টা গোলাগুলি চলে টানা তিন দিন। এরপর ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
অর্থসূচক/এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.