খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তুঙ্গে। ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। শুধু তাই নয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যারও হুমকি দিয়েছেন তিনি।

রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরায়েলের রামন বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে কাৎজ এই হুমকি দেন। দেশটির একটি জাতীয় পত্রিকা প্রতিরক্ষামন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বিষয়টি প্রকাশ করে।

কাৎজ বলেন, “আমি এখান থেকে স্বৈরশাসক খামেনিকে স্পষ্ট করে একটি বার্তা দিতে চাই— আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, আমাদের লম্বা হাত আরও শক্তিশালী হয়ে আবারও তেহরান অবধি পৌঁছে যাবে। এবার ব্যক্তিগতভাবে আপনার কাছেও পৌঁছে যাবে।”

এখনও পর্যন্ত ইরান থেকে ইসরায়েলের এই হুমকির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

এর আগে ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করে। টানা ১২ দিন ধরে চলে পাল্টাপাল্টি হামলা। ইরানও ইসরায়েলে পাল্টা আঘাত হানে।

সংঘাতের একপর্যায়ে যুক্তরাষ্ট্রও এতে যুক্ত হয়। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন। এর পাল্টা জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি, কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালায়।

বর্ধিত উত্তেজনার মধ্যে ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়।

তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর সর্বশেষ মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত এবং নতুন করে বড় সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.