দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩১ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ১২০ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে।
চলতি জুলাই মাসেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এ মাসে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে জুন মাসে মৃত্যু হয়েছিল ১৯ জনের।
জুলাই মাসেই সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ মাসে মোট ভর্তি হয়েছেন ৮ হাজার ৮২৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ছিল জুনে—৫ হাজার ৯৫১ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ছিলেন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে, অপর দুইজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে, মোট ১৩২ জন। এছাড়া ঢাকার দুই সিটিতে ৭৫ জন, ঢাকা বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় ৩৭০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে রয়েছেন ৯৮৪ জন।
২০২৪ সালে এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ২১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে ডেঙ্গু সংক্রমণের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সংক্রমণ ও দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।
অর্থসূচক/ এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.