৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ চার থেকে পাঁচ দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মোস্তফা জামাল হায়দার বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এর চেয়ে বড় আনন্দের খবর আর কিছু হতে পারে না।

তিনি আরও বলেন, দেশের চলমান নৈরাজ্যের সমাধান হবে নির্বাচনের মাধ্যমেই। রাজনৈতিক সংকট ও জনঅসন্তোষ নিরসনে নির্বাচন একটি কার্যকর পথ।

এদিন প্রধান উপদেষ্টা ১৪টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে দুই দফায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.