বিদায়ী সপ্তাহে (২০ জুলাই থেকে ২৪ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে এএক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৬ টাকা ৯০ পয়সা বা ১৫ দশমিক ৭৫ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ারদর কমেছে ১২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ১৫ শতাংশ।
আর ১ টাকা বা ৮ দশমিক ৭০ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড।
সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্টাইলক্র্যাফট লিমিটেড, আরামিট সিমেন্ট লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি, মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, অ্যাপেক্স ট্যানারি লিমিটেড, রহিম টেক্সটাইল লিমিটেড এবং হামি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অর্থসূচক/এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.