কিংবদন্তি রেসলার হোগান আর নেই

বিশ্বজুড়ে রেসলিং প্রেমীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি রেসলার হাল্ক হোগান (আসল নাম: টেরি বোলিয়া)। বৃহস্পতিবার, ৭১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। খবরটি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই)।

ডব্লুডব্লুই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “হাল্ক হোগানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ১৯৮০-এর দশকে ডব্লুডব্লুই-কে বৈশ্বিক প্ল্যাটফর্মে নিয়ে যেতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন।”

ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার পুলিশ জানায়, হোগানের বাড়িতে হার্ট অ্যাটাকের খবর পেয়ে জরুরি সেবাদাতা দল তাকে দ্রুত মর্টন প্লান্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

৮০-র দশকে রেসলিং যখন জনপ্রিয়তার শীর্ষে, তখন অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। শুধু রিংয়ের মধ্যেই নয়, ভিএইচওয়ান-এ প্রচারিত রিয়েলিটি শো হোগান নোজ বেস্ট (২০০৫-২০০৭)–এর মাধ্যমে সাধারণ দর্শকের কাছেও দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

সম্প্রতি মার্কিন রাজনীতিতেও তিনি ছিলেন আলোচনায়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ছিলেন হোগান। ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আজ আমি একজন অসাধারণ বন্ধু হারালাম। হাল্ক হোগান ছিলেন ম্যাগা ম্যান- শক্তিশালী, বুদ্ধিমান, আর হৃদয়বান। রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে তাঁর দেওয়া বক্তব্য ছিল পুরো অনুষ্ঠানের অন্যতম সেরা মুহূর্ত।”

গত মে মাসে গলা ও জুনে হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয় হোগানের। এ নিয়ে চিন্তাও বাড়ছিল পরিবার ও ভক্তদের মধ্যে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জরুরি মেডিকেল কলে ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে তাঁর বাড়িতে পৌঁছে পুলিশ ও অ্যাম্বুলেন্স। পরে ১১টা ১৭ মিনিটে স্থানীয় হাসপাতালে তিনি মারা যান। যদিও পুলিশ জানায়, মৃত্যুর পেছনে কোনো সন্দেহজনক কিছু নেই, তবুও আনুষ্ঠানিক তদন্ত হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.