ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রী ও চালকরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ থেকে মেঘনা-গোমতী সেতুর ওপর পর্যন্ত ১০ কিলোমিটারজুড়ে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের সদস্য সোহানুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, বুধবার রাত দুইটার দিকে মহাসড়কের কাঁচপুর এলাকায় চট্টগ্রামগামী লেনে একাধিক দুর্ঘটনা ঘটে। এতে সৃষ্টি হয় যানজটের। ধীরে ধীরে যানজটটি চট্টগ্রামের দিকে পৌঁছায়। সকাল ৯টা থেকে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু থেকে গৌরীপুর পর্যন্ত ১০ কিলোমিটারে পৌঁছায়। আটকে থাকা অসংখ্য গাড়ি একসঙ্গে চলতে গিয়ে যানজট তীব্র আকার ধারণ করে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা দিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মানুষ যাতায়াত করেন। একসঙ্গে বিপুলসংখ্যক যান চলাচলের কারণে এখানে যানজট বেড়ে যায়।

বেলা দেড়টার দিকে মহাসড়কের দাউদকান্দির কানড়া এলাকায় যানজটে আটকে থাকা চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের বাসচালক রোস্তম আলী বলেন, সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে রওনা দিয়ে ঢাকার কাঁচপুরে পৌঁছে তীব্র যানজটে আটকা পড়েন। পরে ধীরে ধীরে দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত ৫০ কিলোমিটার অতিক্রম করতে মহাসড়কে এক ঘণ্টার পরিবর্তে চার ঘণ্টা সময় লেগেছে।

ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের বাসচালক মো. রানা মিয়া, চট্টগ্রামগামী আরাফাত পরিবহনের বাসচালক কবির হোসেন, ঢাকার গুলিস্তান থেকে গৌরীপুরগামী বিআরটিসি পরিবহনের বাসচালক জুয়েল মিয়া একই দুর্ভোগের কথা গণমাধ্যমকে জানান।

কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের কৃষক মোখলেছুর রহমান বেলা দুইটায় দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বলেন, সকাল ১১টায় ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে বাসে ওঠেন। সঙ্গে ছিলেন বৃদ্ধা মা। ঢাকার কাঁচপুর এলাকায় পৌঁছে যানজটে পড়েন। ধীরে ধীরে এক ঘণ্টার পথ চার ঘণ্টায় পৌঁছান।

দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন, দাউদকান্দির পেন্নাই গ্রামের হাসান হাজারী ও তাঁর স্ত্রী রাবেয়া আক্তার, দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের গণিত শিক্ষক রকিব উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা ও দাউদকান্দির ব্যবসায়ী সামসুল হক একই ভোগান্তির কথা জানান।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ খান চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করতে ও যানজট নিরসনে হাইওয়ে থানা–পুলিশ মহাসড়কে কাজ করছে।

অর্থসূচক/ এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.