রাশিয়ার ব্লাগোভেশচেনস্ক শহর থেকে টিন্ডায় যাওয়ার সময় দেশটির ফার ইস্ট অঞ্চলের আমুর প্রদেশে ৪৯ জন আরোহী নিয়ে একটি এএন-২৪ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সকল আরোহী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অর্লভ জানান, ৫৭০ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইটে মোট ৪৩ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ৫ জন শিশু। এছাড়া ফ্লাইটটিতে ৬ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
জরুরি পরিষেবাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, গন্তব্য থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ এবং আগুনের চিহ্ন শনাক্ত করা হয়েছে। হেলিকপ্টার থেকে পর্যবেক্ষণ করে এসব চিহ্ন পাওয়া যায়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে এবং দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বহু সময় ধরে অনুসন্ধানের পর অবশেষে আগুনে পুড়ে যাওয়া ফিউসেলাজ দেখতে পান হেলিকপ্টারের ক্রুরা।
বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল একটি অ্যান্টোনভ এএন-২৪, যেটি প্রথম তৈরি হয় ১৯৫০-এর দশকে। এটি সাধারণত যাত্রী ও কার্গো পরিবহনে ব্যবহৃত হয়। বহু বছর ধরে ১ হাজারের বেশি ইউনিট উৎপাদন করা হয়েছে, তবে বর্তমানে এটি রাশিয়ার কিছু এলাকায় সীমিত ব্যবহারে রয়েছে।
বিমানটি আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত ছিল, যারা রাশিয়ার ফার ইস্ট ও পূর্ব সাইবেরিয়া অঞ্চলে বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে।
49 Dead After Russian An‑24 Plane Crash in Far East
▪️ Aircraft carrying 43 passengers (incl. 5 children) + 6 crew crashed near Tynda, Amur region, close to China border
▪️ All 49 confirmed dead, wreckage found burning in forest ~15 km from airport pic.twitter.com/uqfjz4k7A4— 🇺🇦 Sahaidachnyi – ukrainian William Wallace (@zakarpatfan) July 24, 2025



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.