দর বৃদ্ধির শীর্ষে কপারটেক ইন্ডাস্ট্রিজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ জুলাই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ২ টাকা বা ৯ দশমিক ৬১ শতাংশ।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক এশিয়া। শেয়ারটির দর ৯ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা মিউচুয়াল ট্রার্স্ট ব্যাংকের দর বেড়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ডরিন পাওয়ার, এনসিসি ব্যাংক, ন্যাশনাল পলিমার, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, তিতাস গ্যাস এবং আইপিডিসি ফাইস্যান্স পিএলসি।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.