ড্যাফোডিল কম্পিউটারসের ঋণকে ইক্যুইটিতে রূপান্তরের প্রস্তাব বাতিল

ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি তাদের সহযোগী প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের নিকট থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধি তথা ইক্যুইটিতে রূপান্তরে যে প্রস্তাব দিয়েছিল, তা বাতিল করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি)।

মঙ্গলবার (২২ জুলাই) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৬৪তম কমিশন সভায় অন্যান্যের মধ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি তার সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের নিকট থেকে গৃহীত ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে প্রতিটি ১০ টাকা মূল্যে ৪ কোটি ৬৭ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধি তথা ঋণকে ইক্যুইটিতে রূপান্তরের আবেদন কমিশন কর্তৃক নামঞ্জুরের সিদ্ধান্ত গৃহীত হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.