ভ্যানগার্ড অ্যাসেটকে বহির্ভূত বিনিয়োগ প্রত্যাহারের নির্দেশ, নইলে দিতে হবে জরিমানা

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে এএফসি হেলথ লিমিটেডের শেয়ারে বিনিয়োগকৃত মিউচুয়াল ফান্ডের টাকা সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই নির্দেশ দিয়েছে।

টাকা ফেরত দেওয়ার জন্য কোম্পানিটিকে ৩০ দিন সময় বেধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়া না হলে কোম্পানিটিকে ১০ কোটি টাকা জরিমানা গুণতে হবে।

মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিত বিএসইসির ৯৬৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ২০১৭ সালে তাদের ব্যবস্থাপনায় থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান থেকে তালিকা বহির্ভূত কোম্পানি এএফসি হেলথ লিমিটেডে ৪ কোটি টাকা বিনিয়োগ করে। বিএসইসি এই বিনিয়োগকে বিধিবহির্ভূত মনে করছে। ইউনিটহোল্ডারদের স্বার্থ রক্ষায় কোম্পানিটিকে সুদসহ ৯ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আলোচিত কমিশন সভায়।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.