সাউথইস্ট ব্যাংকের দুই স্পন্সরকে জরিমানা, দুয়ার সার্ভিসের কিউআইও সম্মতিপত্র বাতিল

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির শেয়ার বিধিবহির্ভুতভাবে লেনদেন করায় কোম্পানির দুই স্পন্সরকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এছাড়াও তালিকাভুক্তির অপেক্ষায় থাকা দুয়ার পিএলসির আবেদনের প্রেক্ষিতে কিউআইও সম্মতিপত্র বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বিএসইসির ৯৬৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

জানা গেছে, ব্যাংকটির স্পন্সর ফারজানা আজিম এবং মামুন আজিমকে যথাক্রমে ৫ লাখ এবং ১০ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।

অন্যদিকে, তালিকাভুক্তির অপেক্ষায় থাকা দুয়ার পিএলসির কিউআইও সম্মতিপত্র বাতিল করেছে কমিশন। কোম্পানিটির ২৫ জুন, ২০২৫ তারিখে করা কিউআইও প্রত্যাহার আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে ইস্যুকৃত কিআইও সম্মতিপত্রটি বাতিল করে বিএসইসি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.