উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর কাজে ব্যত্যয় হয়নি জানিয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, আমার নিয়োগকর্তা আছেন, তারা যদি মনে করেন এখানে ব্যত্যয় ঘটেছিল, তাহলে আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের উত্তরে সি আর আবরার বলেন, শিক্ষা সচিবকে উচ্চপর্যায়ের কমিটির সিদ্ধান্তে অপসারণ করা হয়েছে। এই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন তাকে অপসারণ করা হয়েছে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারব না। আমরা পদত্যাগ চাওয়া হয়েছে। তবে আমার নিজ থেকে পদত্যাগের কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। তবে আমার নিয়োগকর্তা আছেন, তারাও যদি মনে করেন এখানে ব্যত্যয় ঘটেছিল, তাহলে আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার এখানে আঁকড়ে ধরার কিছু নেই। আমার নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই।
এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া মোটেও সঠিক না। যে ধরনের প্লান করতে হয়, রোলব্যাক করতে হলেও সময় লাগে এবং যথাযথভাবে হয়েছে। এটা যদি আগে নেওয়া যেত ভলো হতো। কিন্তু সঙ্গতকারণে আগে নেওয়া সম্ভব হয়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.