বিমান দুর্ঘটনায় নিহত নিয়ে ধোঁয়াশা, কমে গেল মৃতের সংখ্যা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে আহত ও নিহতদের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ঘটনার দুইদিন পর প্রকাশিত এ তথ্যে কমে গেছে নিহতের সংখ্যা।

বুধবার (২৩ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেইসবুক পেজে প্রকাশিত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ও মৃতদের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট ৬৭ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ২৯ জন মৃত্যুবরণ করেছেন।

অথচ ঠিক ২২ ঘণ্টা আগে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছিল গতকাল (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত মাইলস্টোনের ঘটনায় মৃতের সংখ্যা ৩১ জন।

মাইলস্টোনের এই ট্র্যাজিডিতে নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে ইতিমধ্যে জনমনে দেখা দিয়েছে সন্দেহ। লাশ গুম করে প্রকৃত সংখ্যা গোপনের অভিযোগ উঠেছে সামরিক বাহিনী এবং সরকারের উপর। কয়েক দফায় আন্দোলন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে ২২ ঘন্টার ব্যবধানে নিহতের সংখ্যা কমিয়ে সরকার এই পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সরকারের দুই সংস্থার দেওয়া তথ্যের এই ভিন্নতার কারণে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনা শুরু হয়েছে। স্বয়ং প্রধান উপদেষ্টার ফেইসবুক পেজ থেকে এমন বিভ্রান্তিকর তথ্য কেন দেয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকে বলছেন গতকালের তহবিল সংগ্রহের পোস্টের মতো এই পোস্টটিও গায়েব হয়ে যাবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.