কার্যকর পোর্টফোলিও গঠন এবং বিনিয়োগকারীদের সেবার মানোন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ‘Portfolio Management and Investors Expectation ManagementÕ এবং ‘Navigating VAT Obligations in Financial and Investment Services’ শিরোনামে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে। এতে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি আয়োজনের মূল উদ্দেশ্য হল মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জন্য বিনিয়োগকারীদের সঠিক ব্যবস্থাপনা ও কার্যকর পোর্টফোলিও গঠন সেই সঙ্গে, আর্থিক ও বিনিয়োগ সেবার ওপর প্রযোজ্য ভ্যাট নীতিমালার ক্ষেত্রে তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি। অনুষ্ঠানটি দুটি সেশনে পরিচালনা করা হয়। প্রথম সেশনে Portfolio Management and Investors Expectation Management এবং দ্বিতীয় সেশনে ‘Navigating VAT Obligations in Financial and Investment Services’ এর উপর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে আলোচিত হয়—
- বিনিয়োগ ব্যবস্থাপনার কৌশল
- বিনিয়োগকারীদের সঠিক ব্যবস্থাপনা
- ভ্যাট আইন অনুযায়ী আর্থিক ও বিনিয়োগ সেবার দায় ও কর কাঠামো
- বাস্তব অভিজ্ঞতার আলোকে কেস স্টাডি ও আলোচনাসভা
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন মনে করে এই প্রশিক্ষণের মাধ্যমে মার্চেন্ট ব্যাংক এবং পুঁজিবাজারের সাথে জড়িত ব্যক্তিবর্গের দক্ষতা, ধারণা ও কৌশলের উন্নয়ন ঘটানো সম্ভব হবে। উক্ত অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.