রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সামাজিকমাধ্যমে অনেক গুজব চলছে, যা দুঃখজনক। গুজবে কান না দেওয়ারও আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
মঙ্গলবার (২২ জুলাই) বিমান বাহিনীর এয়ার বেইজে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
হতাহতের খবর লুকানোর কোনও সম্ভাবনা নেই জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, এ তথ্য কার কাছ থেকে লুকাব, কেনো লুকাব? আমরা সবাই এ দেশের মানুষ। যখনই আমাদের কাছে ঘটনার আপডেট আসছে তখনই আইএসপিআরের মাধ্যমে সবাইকে জানানো হচ্ছে। দয়া করে দেশের এই বিপদের সময় সামাজিকমাধ্যমের গুজবে কান দেবেন না। একটি শক্তিশালী বিমানবাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না।
হাসান মাহমুদ খাঁন বলেন, আহতরা সম্পূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত বিমান বাহিনী সহযোগিতা অব্যাহত রাখবে। একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কী ঘটেছিল। তার ভিত্তিতে কোনো ভুলত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর জন্য এবং তিনি তার জীবন উৎসর্গ করেছেন। বিমানের ইঞ্জিন নিয়ে কোনও ধরনের কম্প্রোমাইজ করে না বিমান বাহিনী।
তিনি বলেন, দুর্ঘটনা প্রতিরোধে আমরা দৈনন্দিন ব্যবস্থা নিই। তবে আমরা অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব। বিমান সাধারণত সহজে পুরনো হয় না। প্রতিটি বিমানের একটি লাইফ টাইম আছে। এক যুগ, দুই যুগ ব্যাপার না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ। আমাদের রক্ষণাবেক্ষণ সব সময় ভালো হয়। এগুলো আমরা ভালোভাবেই মেরামত করি। প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে, কিন্তু এই বিমানগুলো পুরনো নয়।
গতকাল (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাহীন আছে ১৬৫ জন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.