ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিন ইউরোমানি (Euromoney) আয়োজিত অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৫- (Awards for Excellence 2025)-এ টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে নির্বাচিত হয়েছে।
এই অর্জন ইউসিবিআইএল-এর পেশাদার কাজের মান, নতুনত্বপূর্ণ চিন্তাভাবনা এবং গ্রাহক-কেন্দ্রিক আর্থিক সেবার প্রতি দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণ। ইউসিবিআইএল বিভিন্ন গুরুত্বপূর্ণ লেনদেন ও পরামর্শের মাধ্যমে দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী করে তুলছে।
ইউসিবিআইএল কর্তৃপক্ষ বলেছেন, এই সম্মান শুধু ইউসিবিআইএল-এর নয়—আমাদের সম্মানিত গ্রাহক, বিনিয়োগকারী এবং অংশীদারদের। তাঁদের বিশ্বাস ও সহযোগিতাই আমাদের সামনে এগিয়ে যেতে সাহস ও শক্তি জোগায়।
এই অর্জন প্রথম নয়—গত কয়েক বছর ধরেই ইউসিবিআইএল ফাইন্যান্সএশিয়া (FinanceAsia), এশিয়ামানি (Asiamoney)-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে একই স্বীকৃতি পেয়ে আসছে।
সম্প্রতি ইউসিবিআইএল আরেকটি বড় অর্জন করেছে: দ্য অ্যাসেট ট্রিপল এন অ্যাওয়ার্ডস ফর সাসটেইনেবল ফাইন্যান্স ২০২৫ (The Asset Triple an Awards for Sustainable Finance 2025)-এ সব ক্যাটাগরিতে (পাঁচটি) বিজয়ী হয়ে দেশের আর্থিক খাতে টেকসই উন্নয়নে তার নেতৃত্ব আরও দৃঢ় করেছে।
ইউসিবিআইএল প্রতিশ্রুতিবদ্ধ একটি দায়িত্বশীল, টেকসই এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে, যা দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.