দাপুটে জয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলেই সিরিজ জয় নিশ্চিত করবে লিটন দাসের দল। এমনটা হলে এবারই প্রথম পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়বে টাইগাররা।
এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা। এই ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমের পরিবর্তে এই ম্যাচে খেলছেন নাইম শেখ। আর তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ- নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.