শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের মূল গেইটের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর ওই এলাকায় লাঠিচার্জের ঘটনা ঘটে এবং এ সময় সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা চারটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেলও নিক্ষেপ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা শিক্ষাভবন এলাকায় ও জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে।
জানা গেছে, চারটার কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর কিছু গাড়ী ভাংচুর করলে চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এর পর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এর আগে আজ দুপুর সোয়া ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে শিখ্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভের সময় সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়।
এ সময় সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে ‘ভুয়া ভুয়া’ বলে। ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দিলে সচিবালয়ের ভেতরে গেটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
এর আগে পুলিশের ব্যারিকেট ভেঙ্গে শিক্ষার্থীরা শিক্ষা ভবনে ঢুকে পড়েন। পরে শিক্ষা ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে এলে তখন সচিবালয়ের সবকটি গেট বন্ধ করে দেওয়া হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.