আজ রাষ্ট্রীয় শোক, সারাদেশে বিশেষ প্রার্থনা

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

সোমবার (২১ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবে আজ দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই নির্দেশনা রয়েছে দেশের সব বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোর জন্যও।

এ ছাড়া নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁরা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

শোক দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সংশোধিত সময় অনুযায়ী, অনুষ্ঠানটি আগামীকাল বুধবার একই সময়ে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া রাষ্ট্রীয় অন্যান্য কর্মসূচিও স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে। স্থগিত করা হয়েছে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা।

বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান গতকাল সোমবার বেলা একটার কিছুক্ষণ পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.