রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
এর আগে সোমবার দুপুর সোয়া ১টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘হায়দার আলী’ নামের দোতলা ভবনে বিমানটি আঁচড়ে পরে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে দগ্ধ ৫০ জন জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢামেকে ভর্তি রয়েছে।
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এর আগে ১৯ জন নিহতের কথা জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এঘটনায় আহত হয়েছে ১৬৪ জন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.