এআই দিয়ে বানানো ওবামাকে গ্রেপ্তারের ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে তৈরি করা একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। ভিডিওতে দেখানো হয়েছে যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তার করা হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে দেশদ্রোহমূলক ষড়যন্ত্রের অভিযোগ তোলার পর এআইয়ের তৈরি ভিডিওটি শেয়ার করেন ট্রাম্প।

ট্রাম্প তাঁর নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে বারাক ওবামাসহ বিভিন্ন ডেমোক্র্যাট নেতাকে বলতে শোনা যায়, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

এআই দিয়ে নির্মিত ৪৫ সেকেন্ডের ভিডিওর শেষ অংশে দেখা যায়, ট্রাম্প ও ওবামা হোয়াইট হাউসের ওভাল অফিসে একসঙ্গে বসে আছেন। এর কিছুক্ষণের মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সদস্যরা ওবামাকে গ্রেপ্তার করছেন। এ সময় ব্যাকগ্রাউন্ডে জনপ্রিয় গান ‘ওয়াইএমসিএ’ বাজতে শোনা যায়।

ভিডিওতে আরও দেখা যায় যে ওবামাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার সময় ট্রাম্প হাসছেন। পরে ওবামাকে কমলা রঙের কারাবন্দীর পোশাক পরে কারাগারের শিকের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তুলসি গ্যাবার্ডের অভিযোগ, ওবামা ও গোয়েন্দাপ্রধানেরা মিলে ট্রাম্পের সঙ্গে রাশিয়ার যোগসাজশের মিথ্যা গল্প তৈরি করেছিলেন।

ফক্স নিউজ চ্যানেলের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে গ্যাবার্ড গতকাল বলেন, খোলাখুলিভাবে বললে, এর প্রভাবটা ঐতিহাসিকের চেয়ে কম কিছু নয়।

গ্যাবার্ড বলেন, ‘গত শুক্রবার আমরা যে ১০০টির বেশি নথি প্রকাশ করেছি, তাতে বিস্তারিত প্রমাণসহকারে দেখানো হয়েছে যে কীভাবে প্রেসিডেন্ট ওবামার নির্দেশে দেশবিরোধী ষড়যন্ত্র হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর এবং ওবামা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার কয়েক সপ্তাহ আগে এটা হয়েছিল।’

এ–সংক্রান্ত গোপন নথিগুলো তদন্তের জন্য এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে পাঠানোর পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.