রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২১ জুলাই) বিকাল ৫টার দিকে আহতদের দেখতে তিনি বার্ন ইনস্টিটিউটের ৫২০ নম্বর রুমে প্রবেশ করেন।
প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ১৯ জন মারা গেছেন ও অর্ধশতাধিক আহত হয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৬০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে।
উদ্ধার তৎপরতায় যুক্ত আছে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ অন্যান্য বাহিনী। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
এফ-৭ বিজিআই চীনের তৈরি তৃতীয় প্রজন্মের একটি প্রশিক্ষণ বিমান। বিমানের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.