বিশ্বজুড়ে সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও সার্ভারের ওপর সাইবার হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি গ্রাহকদের দ্রুততম সময়ের মধ্যে নিরাপত্তা আপডেট (সিকিউরিটি আপডেট) ইনস্টল করার আহ্বান জানিয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, “অ্যাকটিভ অ্যাটাক” বা সক্রিয় সাইবার আক্রমণ চালানো হচ্ছে এমন কিছু সার্ভার সফটওয়্যারের বিরুদ্ধে, যেগুলো সাধারণত অফিসিয়াল ও ব্যবসায়িক নথি আদান-প্রদানের কাজে ব্যবহৃত হয়।
প্রথম খবর প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট জানায়, এই হামলা একটি ‘জিরো ডে’ অ্যাটাক, যেখানে অজ্ঞাতপরিচয় হ্যাকাররা সফটওয়্যারের অজানা দুর্বলতাকে কাজে লাগিয়ে মার্কিন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অনুপ্রবেশ করে। এতে বিশ্বজুড়ে কয়েক হাজার সার্ভার ঝুঁকিতে পড়েছে।
মাইক্রোসফট জানায়, হ্যাকাররা নেটওয়ার্ক স্পুফিংয়ের মাধ্যমে নিজেদের পরিচয় গোপন করে নির্ভরযোগ্য উৎস সেজে সিস্টেমে প্রবেশ করছে। এতে সরকার, অর্থনৈতিক প্রতিষ্ঠান ও নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য চুরি বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারপয়েন্ট ২০১৬ ও ২০১৯ সংস্করণের সফটওয়্যারে নিরাপত্তা হালনাগাদ প্রক্রিয়াধীন। যেসব গ্রাহক এখনও নির্ধারিত ম্যালওয়্যার প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করেননি, তাদেরকে আপাতত সার্ভারগুলো ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই জানায়, তারা হামলার বিষয়ে অবগত এবং বিভিন্ন সরকারি-বেসরকারি অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
মাইক্রোসফটের এক মুখপাত্র জানান, তারা CISA, DoD Cyber Defense Command এবং অন্যান্য আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে কাজ করছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের হামলা কেবল বড় কর্পোরেট নয়, বরং বৈশ্বিক সাইবার নিরাপত্তার জন্য একটি গভীর হুমকি। মাইক্রোসফটের দ্রুত পদক্ষেপ ভবিষ্যতের বড় ধরনের তথ্য চুরি বা অর্থনৈতিক ক্ষতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.