রাজধানীতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে। এছাড়া বহু হতাহতের আশংকা করা হচ্ছে। যাদের অধিকাংশই ছাত্র-ছাত্রী।

সোমবার (২১ জুলাই) উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তাতে আগুন ধরে যায়।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৬০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে।

উদ্ধার তৎপরতায় যুক্ত আছে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ অন্যান্য বাহিনী। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

এফ-৭ বিজিআই চীনের তৈরি তৃতীয় প্রজন্মের একটি প্রশিক্ষণ বিমান। বিমানের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.