রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ভেতরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দিনের পরবর্তী অধিবেশন মুলতবি ঘোষণা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
সোমবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর দোয়েল হলে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ ঘোষণা দেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান। এ সময় নিহত ও আহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.