রাজধানীর উত্তরায় তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে বিমানটি মাইলস্টোন কলেজের চত্বরের ভেতরে আছড়ে পড়ে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে পাইলটের অবস্থা, কোনো হতাহত কিংবা দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
এ তথ্য নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
এই বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১টা ১৮ মিনিটের দিকে তারা খবর পান যে, উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে তাদের তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
মাইলস্টোন কলেজের একজন শিক্ষার্থী জানান, বিমানটি আমাদের কলেজ চত্বরের ভেতরে বিধ্বস্ত হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.