জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। সম্প্রতি বৃষ্টি হওয়ায় শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়। কিন্তু আজ সকালে ফের ঢাকার বাতাসে বেড়েছে দূষণ।
সোমবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ১৫২। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ঢাকা।
আজ সকাল সাড়ে ৭টার দিকে আইকিউএয়ার প্রকাশিত তালিকায় দেখা গেছে—
শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা (একিউআই স্কোর ১৫৪),
দ্বিতীয় স্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো (স্কোর ১৫৩),
ঢাকার পর চতুর্থ স্থানে রয়েছে দুবাই (১২৯) এবং
পঞ্চম স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা (স্কোর ১২৮)।
একিউআই স্কোরের মানদণ্ড:
০–৫০: ভালো
৫১–১০০: মাঝারি
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: সবার জন্য অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ
বিশেষজ্ঞরা বলছেন, একিউআই স্কোর ১৪৫ মানে হলো, শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের বাড়ির বাইরে চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে। তারা দীর্ঘ সময় খোলা আকাশের নিচে থাকার ক্ষেত্রে ঝুঁকির মুখে পড়তে পারেন।
উল্লেখ্য, ঢাকায় বায়ুদূষণের পেছনে নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা কারণ ভূমিকা রাখছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.