সর্বশেষ পাকিস্তান সফরে বাংলাদেশ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল। এবার ঘরের মাঠে প্রতিশোধের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আজ মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে।
যদিও কদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। এই সিরিজটি বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা হতে পারে। এরই মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এর মধ্যে দিয়ে দীর্ঘ ৯ ম্যাচ পর টসে জিতলেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশ এই ম্যাচে ২ স্পিনার ও ৩ পেসার নিয়ে মাঠে নেমেছে। শেখ মেহেদির সঙ্গে স্পিন আক্রমণে আছেন রিশাদ হোসেন। আর পেস বোলিং আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
ইতিহাস বলছে ২০১৬ সালের পর পাকিস্তানের মূল দলকে টি-টোয়েন্টিতে হারাতে পারেনি তারা। ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ জিতেছিল ৬ উইকেট। সেখানে কোনো দেশই তাদের মূল দল পাঠায়নি। এখন পর্যন্ত ওই জয়সহ ২২ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৩টিতে। আর সর্বশেষ ১৩ ম্যাচের হিসেবে পাকিস্তানের দখলে ১২ ম্যাচ।
বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিম সাকিব।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.