প্রতিশোধের মিশনে নামছে বাংলাদেশ

সর্বশেষ পাকিস্তান সফরে বাংলাদেশ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল। এবার ঘরের মাঠে প্রতিশোধের সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

আজ মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে।

ইতিহাস বলছে ২০১৬ সালের পর পাকিস্তানের মূল দলকে টি-টোয়েন্টিতে হারাতে পারেনি তারা। ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ জিতেছিল ৬ উইকেট। সেখানে কোনো দেশই তাদের মূল দল পাঠায়নি। এখন পর্যন্ত ওই জয়সহ ২২ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৩টিতে। আর সর্বশেষ ১৩ ম্যাচের হিসেবে পাকিস্তানের দখলে ১২ ম্যাচ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.