ছবি আঁকা নিয়ে বিতর্কে ট্রাম্প, ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আঁকা ছবি নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন। যদিও তিনি বরাবরই বলে আসছেন, “আমি ছবি আঁকি না”, তবে নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে—ট্রাম্পের স্বাক্ষরিত বেশ কিছু স্কেচ নিলামে বিক্রি হয়েছে, যেগুলো তার নিউইয়র্কে রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে কাজ করার সময় আঁকা হয়েছিল।

এই স্কেচগুলো সাধারণত কালো মার্কার পেনে আঁকা শহরের দৃশ্য বা স্থাপনার চিত্র। ২০০০-এর দশকের শুরুতে এসব চিত্র দাতব্য প্রতিষ্ঠানে দান করা হয়, পরবর্তীতে তা হাজার হাজার ডলারে বিক্রি হয়।

সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালে যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টিনকে জন্মদিনে দেওয়া একটি কার্ডে ট্রাম্পের স্বাক্ষরের পাশাপাশি একটি যৌন ইঙ্গিতপূর্ণ আঁকা ছবি ছিল। এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে ট্রাম্প ট্রুথ সোশালে বলেন, “আমি ছবি আঁকি না”।

এ ঘটনায় ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল এবং এর মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন।

তবে ট্রাম্প নিজের ২০০৮ সালে প্রকাশিত বই ‘Trump Never Give Up’-এ স্বীকার করেছিলেন যে তিনি মাঝে মাঝে ভবনের ছবি আঁকেন এবং সেগুলো দান করে তহবিল সংগ্রহ করেন।

হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে বলেন, “এগুলো মিথ্যা ও মানহানিকর, প্রেসিডেন্ট এমন কিছু কখনও আঁকেননি।” তিনি আরও বলেন, “এই গণমাধ্যমগুলো জনগণের শত্রুতে পরিণত হয়েছে।”

অর্থসূচক/ এএক

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.