যুক্তরাষ্ট্রে সাময়িক ভ্রমণকারীদের জন্য চালু হচ্ছে নতুন একটি ফি—‘ভিসা ইন্টেগ্রিটি ফি’। সদ্য পাস হওয়া ট্রাম্প প্রশাসনের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ অনুযায়ী এই ফি চালু হবে।
এই ফি সব নন-ইমিগ্রান্ট ভিসাধারীদের জন্য প্রযোজ্য, যেমন—পর্যটক, শিক্ষার্থী এবং কাজের ভিসাধারীরা। ২০২৪ সালের ১ অক্টোবর থেকে শুরু হওয়া অর্থবছরের জন্য এই ফি নির্ধারণ করা হয়েছে ২৫০ ডলার, যা আগের বিদ্যমান ফিগুলোর সঙ্গে অতিরিক্তভাবে দিতে হবে।
এই ফি এখনো কার্যকর হয়নি। এটি চালু করতে হলে নিয়ম প্রণয়ন বা ফেডারেল রেজিস্টারে নোটিশ দিতে হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন আইনজীবী স্টিভেন এ. ব্রাউন। তার মতে, এই ফি কবে এবং কোথায় জমা দিতে হবে, তা এখনো পরিষ্কার নয়।
এই ফি মওকুফযোগ্য নয়, তবে নির্দিষ্ট শর্ত মানলে ফেরত পাওয়া যেতে পারে। যেমন: ভিসার শর্ত যথাযথভাবে পালন করতে হবে, অবৈধভাবে কাজ করা যাবে না, ভিসার মেয়াদ শেষে ৫ দিনের বেশি যুক্তরাষ্ট্রে থাকা যাবে না, ফি শুধুমাত্র ভিসা ইস্যু হলে দিতে হবে। আবেদন বাতিল হলে ফি দিতে হবে না।
যুক্তরাষ্ট্রে ঢোকার সময় যে আই-৯৪ ফর্ম দিতে হয়, তার ফি ৬ ডলার থেকে বাড়িয়ে ২৪ ডলার করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নতুন এই ফি বেশি প্রভাব ফেলবে বি ভিসাধারী পর্যটক ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর। একজন ভ্রমণকারীর জন্য অতিরিক্ত ২৫০ ডলার ফি যুক্ত হওয়ায় অনেকেই যুক্তরাষ্ট্র ভ্রমণকে ব্যয়বহুল ভাবতে পারেন।
এই ফি চালুর উদ্দেশ্য অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানায়, অনেক অভিবাসী বৈধ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেও মেয়াদ শেষে ফেরেন না। অনুমান করা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ১ কোটি অবৈধ অভিবাসীর মধ্যে ৪২ শতাংশ-ই এইভাবে থেকে গেছেন।
২০২৫-২০৩৪ সময়কালে এই ফি কার্যকর হলে যুক্তরাষ্ট্র সরকারের রাজস্ব বাড়বে প্রায় ২৮.৯ বিলিয়ন ডলার, যা বাজেট ঘাটতি কমাতে সহায়ক হবে বলে জানিয়েছে কংগ্রেশনাল বাজেট অফিস।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.