বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (১৩ জুলাই থেকে ১৭ জুলাই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় উঠে এসেছে এই তথ্য।

সপ্তাহজুড়ে ব্র্যাক ব্যাংকের শেয়ার প্রতিদিন গড়ে ২০ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে, যা মোট বাজার লেনদেনের ৩ দশমিক ০৩ শতাংশ।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৪ লাখ টাকার, যা মোট লেনদেনের ২ দশমিক ৬৩ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স গ্রুপ। কোম্পানিটির প্রতিদিন গড়ে ১১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১ দশমিক ৭৫ শতাংশ।

সপ্তাহজুড়ে লেনদেনর শীর্ষে উঠে আসা কোম্পানিগুলোর লেনদেন হয়েছে – এশিয়াটিক ল্যাবরেটরিজের ১১ কোটি ৭৬ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১১ কোটি ৪৫ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১১ কোটি ২৬ লাখ টাকা, বিচ হ্যাচারির ১১ কোটি ১৬ লাখ টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টের ১০ কোটি ৯১ লাখ টাকা, মাগুরা কমপ্লেক্সের0 ৯ কোটি ২০ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ৯ কোটি ১১ লাখ টাকা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.