গোপালগঞ্জের ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির পর জারি করা কারফিউ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এই সিদ্ধান্তের কথা জানান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পরামর্শের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার এনসিপির ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ, হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলায় জড়িত। সহিংসতায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন।

ওইদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়, পরে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করে জেলা প্রশাসন। বৃহস্পতিবার কারফিউর মেয়াদ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কার্যকর রাখা হয়, যদিও ওইদিন দুপুরে তিন ঘণ্টার জন্য তা আংশিক শিথিল করা হয়েছিল।

সর্বশেষ শুক্রবার রাত ১১টায় জানানো হয়, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.