গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিকে ঘিরে যে সংঘাতের ঘটনা ঘটেছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ‘ভালো’ ছিল বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার বিডায় আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তো আমার মতে আমি যতটুকু দেখেছি তারা ভালো ভূমিকা পালন করেছে এবং তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে ইভাকুয়েট করতে পেরেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, অস্ত্রশস্ত্রসহ হামলা করেছে, তারা গ্রেফতার হবে।
গতকাল গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল কি না এমন প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের কাছে। তিনি বলেন, আমরা দেখাতে পারি কোনো ধরনের ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্নের ঘটনা ঘটেনি। আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যেকোনো পরিস্থিতিতে আমরা ইন্টারনেট শাট ডাউন করবো না। ইন্টারনেট শাটডাউন আমাদের জুলাই স্পিরিটের বিরুদ্ধে যায় এবং একই সাথে আমাদের ব্যবসায়িক যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টকে ক্ষতিগ্রস্ত করে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.