পুঁজিবাজারভিত্তিক স্বচ্ছ, গবেষণামূলক ও দায়িত্বশীল সাংবাদিকতাকে উৎসাহ দিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রামে আবেদনের সময়সীমা বাড়িয়ে আগামী ১৭ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিকদের অনুরোধে এই সময়সীমা বাড়ানো হয়েছে। প্রাথমিকভাবে আবেদন গ্রহণ শুরু হয় গত ১৬ জুন তারিখ থেকে।
বিএসইসি’র মুখপাত্র ও পরিচালক মোঃ আবুল কালাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের পুঁজিবাজার উন্নয়নে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, গুণগত মানসম্পন্ন প্রতিবেদন ও গবেষণায় আগ্রহী সাংবাদিকদের অংশগ্রহণে এ কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।
বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস দেওয়া হবে তিন ক্যাটাগরিতে; প্রিন্ট মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ড: আড়াই লাখ টাকার নগদ অর্থ এবং একটি ক্রেস্ট, ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ড: আড়াই লাখ টাকার নগদ অর্থ এবং একটি ক্রেস্ট, অনলাইন মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ড: আড়াই লাখ টাকার নগদ অর্থ এবং একটি ক্রেস্ট দেওয়া হবে।
এছাড়া, ফেলোশিপ (গবেষণাভিত্তিক রিপোর্ট বা প্রজেক্টের জন্য): ৫ লাখ টাকা সমমূল্যের একটি ফেলোশিপ আড়াই লাখ টাকা সমমূল্যের একটি ফেলোশিপ
আগ্রহী সাংবাদিকরা এই লিংকে গিয়ে বিস্তারিত নিয়মাবলী এবং যোগ্যতা সংক্রান্ত তথ্য জেনে আবেদন করতে পারবেন:
👉 https://www.cse.com.bd/bsecaward
অর্থসূচক/এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.