মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যেতে পারেন বলে জানিয়েছে দেশটির দুটি স্থানীয় টেলিভিশন সংবাদ চ্যানেল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
যদি সফরটি বাস্তবায়ন হয়, তবে তা হবে প্রায় দুই দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম পাকিস্তান সফর। সর্বশেষ ২০০৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তান সফর করেছিলেন।
তবে এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য সফর সম্পর্কে তাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে ইসলামাবাদে পৌঁছানোর পর ট্রাম্প ভারত সফরেও যেতে পারেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের নতুন মাত্রা তৈরি হয়েছে। এর বড় একটি উদাহরণ হলো—গত মাসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের হোয়াইট হাউস সফর, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান। কূটনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে ‘নজিরবিহীন’ ও দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
যদিও সফরটি এখনো অনিশ্চিত, তবে এটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক কৌশলে দক্ষিণ এশিয়ার গুরুত্ব আবারো সামনে আসবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
অর্থসূচক/এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.