মহাত্মা গান্ধীর এক বিরল তৈলচিত্র সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে প্রায় আড়াই কোটি টাকায় (প্রায় ১ লাখ ৮৫ হাজার পাউন্ড)। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি’স এই নিলামের আয়োজন করে।
১৯৩১ সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় তোলা একটি ঐতিহাসিক ছবির অনুপ্রেরণায় তৈরি এই তৈলচিত্রটিতে গান্ধীকে দেখা যায় ঐতিহ্যবাহী খদ্দর ধুতি পরে বসে থাকতে, হাতে রয়েছে চরখা। চিত্রকর্মটি একজন অজ্ঞাত ব্রিটিশ শিল্পীর আঁকা বলে জানা গেছে।
নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি’স জানিয়েছে, গান্ধীর স্মৃতিবিজড়িত এই শিল্পকর্মটির জন্য নিলামে ব্যাপক আগ্রহ দেখা যায়। এটির প্রাথমিক মূল্য ছিল প্রায় ৬০ হাজার পাউন্ড, তবে প্রতিদ্বন্দ্বিতামূলক বিডিংয়ের মাধ্যমে তা প্রায় তিন গুণ বেড়ে যায়।
এই তৈলচিত্রটি শুধু শিল্পমানের জন্য নয়, বরং গান্ধীর রাজনৈতিক ও দার্শনিক আদর্শের প্রতীক হিসেবেও বিবেচিত। ১৯৩১ সালে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে যোগ দিতে গিয়ে তোলা ছবিটি ভারতের উপনিবেশ-বিরোধী সংগ্রামের এক শক্তিশালী মুহূর্ত ধারণ করে, যা এই চিত্রকর্মের পটভূমি হিসেবে ব্যবহৃত হয়েছে।
চিত্রকর্মটি কে কিনেছেন, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি কোনো ব্যক্তিগত সংগ্রাহক বা মিউজিয়ামের মালিকানায় যাবে।
বিশ্লেষকরা বলছেন, গান্ধীর মতো ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে তৈরি যেকোনো শিল্পকর্মের আর্থিক মূল্য ছাড়াও সাংস্কৃতিক ও রাজনৈতিক তাৎপর্য রয়েছে, যা সময়ের সঙ্গে আরও বাড়তে পারে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.