মার্কেন্টাইল ব্যাংকের ঋণমান প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল) ব্যাংকটির ঋণমান নিরুপণ (Credit Rating) করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে ‌এই মান নিরুপণ করা হয়েছে।

মার্কেন্টাইল ব্যাংক সূত্র এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, স্বল্প মেয়াদে মার্কেন্টাইল ব্যাংকের ঋণমান এসটি-২। আর দীর্ঘ মেয়াদে ঋণমান হচ্ছে-এএ। এএ রেটিংয়ের অর্থ হচ্ছে উচ্চতর নিরাপত্তা ও ঋণের উচ্চ মান। এসটি-২ প্রকাশ করে সময়মতো রিপেমেন্টের ভাল নিশ্চয়তা। ব্যাংকটির ঋণমান ও আর্থিক স্বাস্থ্য সম্পর্কে প্রতিষ্ঠানটির পূর্বাভাস হচ্ছে-স্থিতিশীল (Stable)।

আগামী বছরের (২০২৬) ২৪ জুন পর্যন্ত এই ঋণমান বহাল থাকবে।

উল্লেখ, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২০০৪ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ১০৬ কোটি ৫৭ লাখ টাকা, শেয়ার সংখ্যা ১১০ কোটি ৬৫ লাখ। ব্যাংকটির মোট শেয়ারের ৩৩ দশমিক ৬৬ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৭২৬দশমিক ৩৭ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৩৯ দশমিক ২৮ শতাংশ শেয়ার।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.