টি-টোয়েন্টিতে স্থায়ী অধিনায়ক হওয়ার পর থেকেই টস জিততে পারছেন না লিটন দাস। সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তান সফরেও তিন ম্যাচের সবকটিতেই টস হেরেছিলেন তিনি। চলমান শ্রীলঙ্কা সফরেও প্রথম দুই টি-টোয়েন্টির দুটিতেই টস হেরেছেন বাংলাদেশের অধিনায়ক। এবার সিরিজের তৃতীয় ম্যাচেও টস হারলেন লিটন। এ নিয়ে টানা ৯ ম্যাচে টস হেরেছেন তিনি। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কর অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
ইনিংসের প্রথম বলেই শরিফুল ইসলামকে কাভার দিয়ে ড্রাইভ করে চার মেরে শ্রীলঙ্কার ইনিংস শুরু করেন পাথুম নিশাঙ্কা। পরের বলেও চার হতে পারত। তবে শামীম পাটোয়ারির দারুণ ফিল্ডিংয়ে কোনো চার হয়নি সেই বলে। ওভারর শেষ বলে কুশল মেন্ডিসকে বিদায় করেন শরিফুল। ৪ বলে ৬ রান করে ফেরেন তিনি। মেন্ডিস ফ্লিক করেছিলেন ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে। তবে সীমানা পার করতে পারেননি তিনি। ধরা পড়েছেন তাওহীদ হৃদয়ের হাতে।
দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন শেখ মেহেদী। এই স্পিনারের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন কুশল পেরেরা। তিনি ফিরেছেন শূন্য রানে। স্লিপে দারুণ ক্যাচ নিয়েছেন তানজিদ হাসান তামিম। আগের দুই টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পাননি মেহেদী। তিনি দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজের বদলি হিসেবে। এসেই উইকেট নিলেন এই স্পিনার। মেহেদীর বলে আউট সাইড এজ হয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন পেরেরা।
শরিফুলের করা দ্বিতীয় ওভারে পুল করতে গিয়ে মিড উইকেটে টপ এজন হয়েছিলেন পাথুম নিশাঙ্কা। তবে অনেক দৌড়ে গিয়েও সেই ক্যাচ নিতে পারেননি তানজিম হাসান সাকিব। দুই বল পর শর্ট থার্ড ম্যান অঞ্চলে দীনেশ চান্দিমালের ক্যাচ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। তবে নিজের তৃতীয় ওভারে এসে মেহেদী আউট করেছেন ৫ বলে ৪ রান করা চান্দিমালকে।
নিজের শেষ ওভার করতে এসে লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে বোল্ড করে আউট করেছেন মেহেদী। আসালাঙ্কাকে এঙ্গেল বদলে বল করেছিলেন মেহেদী। সেই বল আউট সাইড এজ হয়ে ভেঙে দেয় স্টাম্প। ফলে ৮ বলে ৩ রান করে ফিরে যেতে হয় তাকে। ইনিংসের ১১তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে কট অ্যান্ড বোল্ড করেছেন ৪৬ রান করা পাথুম নিশাঙ্কাকে। মেহেদীর শেষ ওভারে কোনো রানই নিতে পারেনি শ্রীলঙ্কা। মেহেদী ১১ রানে ৪ উইকেট নিয়ে বোলিং শেষ করেছেন।
একপ্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কার রান বাড়ানোর চেষ্টায় ছিলেন কামিন্দু মেন্ডিস। তবে তাকে ইনিংস বড় করতে দেননি শামীম পাটোয়ারি। নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে রিভার্স সুইপ করতে যাওয়া মেন্ডিসকে ব্যাকওয়ার্ড পয়েন্টে তানজিম সাকিবের ক্যাচ বানিয়েছেন এই স্পিনার। জেফরি ভ্যান্ডারসেকে বিদায় করেছেন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের বলে জায়গা করে খেলতে গিয়ে মিড অফে তানজিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন ১৪ বলে ৭ রান করা এই ব্যাটার। এরপর লঙ্কানদের ইনিংস টানেন দাসুন শানাকা। শেষ পর্যন্ত তারা ৭ উইকেটে ১৩১ রান সংগ্রহ করে। শানাকা ২৫ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। শানাকা শরিফুলের করা শেষ ওভার থেকে দুই ছক্কা ও দুই চারে তুলে নেন ২২ রান। মাহিশ থিকশানা অপরাজিত থাকেন ৯ বলে ৬ রান করে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.