রংপুরের এক পরিবর্তন, দুবাইয়ের একাদশে সাকিব

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের পর হোবার্ট হারিকেন্সকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের ফাইনালের খুব কাছে রংপুর রাইডার্স। বিপরীতে তিন ম্যাচের দুটিতে হেরে বাদ পড়ার দ্বারপ্রান্তে দুবাই ক্যাপিটালস। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে টস হেরে আগে বোলিং করবে সাকিবের দুবাই।

দুবাইয়ের বিপক্ষে ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে রংপুর। ইয়াসির আলী রাব্বির জায়গায় বর্তমান চ্যাম্পিয়নদের একাদশে সুযোগ পেয়েছেন সাইফ হাসান। টানা দুই ম্যাচে ভালো করতে না পারলেও দুবাইয়ের একাদশে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

দুবাই ক্যাপিটালস- সাকিব আল হাসান, গুলবাদিন নাইব, কালিম সানা, রোহান মুস্তফা, সেদিকউল্লাহ অটল, কাইস আহমেদ, জেসি বোটান, কাদিম অ্যালিইনে, ডমিনিক ড্রেকস, নিরোশান ডিকওয়েলা, সঞ্জয় কৃষ্ণমূর্তি।

রংপুর রাইডার্স- নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার, খালেদ আহমেদ, সাইফ হাসান, রাকিবুল হাসান, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.