রিমান্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। চব্বিশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় রাসেল ও লিটন নামে দুই ব্যাক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন।

এদিন ঢাকার সিএমএম আদালতে জাহাংগীরকে হাজির করে দুই মামলায় পাঁচ দিন করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এ সময় আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে বিচারক মো. রাসেল হত্যা মামলায় পাঁচ দিন ও লিটন উদ্দিন হত্যা মামলায় তিন দিন রিমান্ডের আদেশ দেন।

গত বছরের ১ অক্টোবর জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেন পুলিশ। এরপরে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.